নিউজ ডেক্স : সাতকানিয়ার বাজালিয়ায় অতিরিক্ত মদপানে ওসমান প্রকাশ কানা ওসমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ইউনিয়নের বড়দুয়ারা হলুদিয়া এলাকায় সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। তিনি উত্তর বাজালিয়া ৬নং ওয়ার্ডের মৃত গুনু মিয়ার পুত্র।
স্থানীয়রা লাশ দেখতে পেয়ে সাতকানিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ওসমানের নামে থানায় একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ারা রয়েছে।