নিউজ ডেক্স: জমিতে ঘাস কাটতে বাধা দেওয়ায় আবদুল মান্নান নামে সাবেক এক ইউপি সদস্যকে বন্দুক নিয়ে মারতে তাড়া করেছে চার যুবক। শনিবার (২০ জানুয়ারি) এমন ঘটনা ঘটেছে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি ৯ নম্বর ওয়ার্ডে।
সাবেক ইউপি সদস্যকে গুলি নিয়ে তাড়া করার বিষয়টি স্বীকার করলেও গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন। ।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, অস্ত্রসহ চারজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘাস কাটকে বাধা দেওয়ায় এক সাবেক ইউপি সদস্যকে তাড়া করেছে তারা। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তি। -বাংলানিউজ