Home | ব্রেকিং নিউজ | ‘সময় বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু হবে’

‘সময় বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু হবে’

ফাইল ছবি

নিউজ ডেক্স : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবারেও নতুন বছরে আনুষ্ঠানিকভাবে নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলাদাভাবে বই বিতরণ করা হবে। তবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে বই বিতরণ কাযক্রম উদ্বোধন করবেন। নতুন পাঠ্য বইয়ে যদি ভুলত্রুটি থাকে তা পর্যায়ক্রমে সংশোধন করা হবে।’

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরে নিজ বাসভবনে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে দুস্থ অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, বছরের শুরুতে পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু হবে কিনা। তা করোনা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। 

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শীতকালে করোনা ছড়ালেও আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন অর্থাৎ মার্চ মাসের দিকে করোনার সংক্ষমণ দেখা দেয়। সুতরাং করোনা নতুন ধরণ দেখা না দেয় তাহলে আগামী বছর সময় বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু হবে। তাছাড়া শিক্ষার্থীরা কোথায় কতটুকু পিছিয়ে আছে, তা দেখে শুনে নতুন বছরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী অধ্যাপক মাসুদা নূর খান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!