Home | সাহিত্য পাতা | শেখ মুজিবর

শেখ মুজিবর

377

______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______

আগুন-ঝরা ফাগুনে
সাহসী তর্জনী হেলনে
জাগ্রত করেছিলে
সুপ্তিমগ্ন স্বদেশপ্রেম!
তুমি তো আর কেউ নও
স্বপ্নপ্রিয়, স্বপ্নকামী
সবার প্রিয়
শেখ মুজিবর!

রৌদ্রজ্বলা দুপুরে
বিপ্লবী কন্ঠস্বরে
উজ্জীবিত করেছিলে
স্বাধীনতার মন্ত্রে
তুমি তো আর কেউ নও
স্বাধীনতাপ্রিয়, স্বাধীনতাকামী
সবার প্রিয়
শেখ মুজিবর!

বজ্রকঠিন শ্লোগানে
দূর্গ গড়ার আহবানে
মননরাজ্যে গড়েছিলে
তীব্র আন্দোলন
তুমি তো আর কেউ নও
মুক্তিপ্রিয়, মুক্তিকামী
সবার প্রিয়
শেখ মুজিবর!

উজান বেয়ে রক্তনদীতে
রক্তস্নাত দো-আঁশ মাটিতে
অম্লান উজ্জ্বল করেছিলে
বিজয়ের গৌরব
তুমি তো আর কেউ নও
শান্তিপ্রিয়, শান্তিকামী
সবার প্রিয়
শেখ মুজিবর!

মহতী বিভার চেতনায়
নিষ্কলুষ বীরগাঁথায়
উন্মোচন করেছিলে
স্বর্ণ-দুয়ার
তুমি তো আর কেউ নও
স্বপ্নপ্রিয়, স্বপ্নকামী
সবার প্রিয়
শেখ মুজিবর!

হৃদয়ের গ্লানি মাড়িয়ে
মঙ্গলশিখা জ্বালিয়ে
রচনা করেছিলে জীবনের জয়গান
তুমি তো আর কেউ নও
মুক্তিপ্রিয়, মুক্তিকামী
সবার প্রিয়
শেখ মুজিবর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!