বিছমিল্লাহির রাহমানির রাহিম
আমরা মানবতার কথা বলি শ্লোগানকে সঙ্গী করে পথচলা শুরু করা lohagaranews24.com এর ২য় বর্ষপূতিতে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নিঃসংকোচে সত্য ও মানবতার কথা তুলে ধরে সাড়ানো এই পোর্টালটি আগামী ১ এপ্রিল গৌরবের ২য় বছর পূর্ণ করে ৩য় বছরে পা রাখতে যাচ্ছে।
lohagaranews24.com এর এই পথচলায় সামিল হয়েছেন অগণিত পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতাসহ অসংখ্য সচেতন নাগরিক।
উন্নয়ন সাংবাদিকতার প্রত্যয়ে ঘরে বসে বিশ্বকে জানার মুক্ত জানালা। এ অগ্রযাত্রায় শুভকামনা lohagaranews24.com পরিবারকে।
তাই আসুন lohagaranews24.com এর মতো আমারও সত্য, সুন্দর, নিঃস্বার্থ ও পারস্পরিক ভালোবাসার মাধ্যমে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব।
আমি lohagaranews24.com এর সাথে সংশ্লিষ্ট সকলকে আবারও ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা ও আন্তরিক মোরকবাদ জানাচ্ছি।
শুভেচ্ছান্তে-
মোঃ জিহানুর রহমান চৌধুরী
অনার্স ২য় বর্ষ (ব্যবস্থাপনা বিভাগ)
ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম।