লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে অবস্থিত চরম্বা জামেউল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক বেতনে ০২ জন শিক্ষক (প্রভাষক) নিয়োগ দেয়া হবে।
১) প্রভাষক (আরবী) ০১ জন, শিক্ষাগত যোগ্যতা- কামিল ২) প্রভাষক (ইংরেজী) ০১ জন, শিক্ষাগত যোগ্যতা- আনার্স, মাস্টার্স। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ তারিখ ২০/০৩/২০১৮ ইং। নিবন্ধনধারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
যোগাযোগ- সভাপতি, চরম্বা জামেউল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম। মোবাইল- ০১৭১১-১২২৩৮৫, ০১৮১৬-০৯৬০৭০