
নিউজ ডেক্স : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে মোহাম্মদ আবু আল হোসাইন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার বাড়ি রাউজানে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে।এসময় তার কাছ থেকে ১৩৬ কার্টন ডানহিল ব্র্যান্ডের সিগারেটের চালান আটক করা হয়। পরে সিগারেটগুলোসহ মোহাম্মদ আবু আল হোসাইনকে পতেঙ্গা থানা পুলিশে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner