Home | দেশ-বিদেশের সংবাদ | শাহ আমানতে ওমরার যাত্রীর কাছ থেকে ইয়াবা উদ্ধার

শাহ আমানতে ওমরার যাত্রীর কাছ থেকে ইয়াবা উদ্ধার

yaba

নিউজ ডেক্স : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিরাপত্তা বিভাগ। মো. ইউনুস নামের ওই যাত্রীর গ্রামের বাড়ি বাঁশখালীতে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান জানান, সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইট যোগে সারজাহ হয়ে জেদ্দা যাচ্ছিলেন তিনি। -দৈনিক আজাদী

বিমানবন্দরে প্রথম চেকিং পার হয়ে স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ব্যাগ থেকে থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোর্পাদ করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার এবিএম সারোয়ার ই জামান বলেন, জিজ্ঞাসাবাদে ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন ওই যাত্রী। আমাদের ধারণা নজরদারির বাইরে থাকবেন আশা করে তিনি ইয়াবা পাচারের জন্যই এ পথ বেছে নিয়েছিলেন।

কঠোর নজরদারি, তল্লাশির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বহির্বিশ্বে মাদকদ্রব্য পাচার শূন্যের কোটায় পৌঁছেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!