Home | দেশ-বিদেশের সংবাদ | নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Hati

নিউজ ডেক্স : নাইক্ষ্যছড়িতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকায় ধান ক্ষেতে হানা দেয় বন্যহাতির দল। ফসল রক্ষাকবচ হাতি তাড়াতে গেলে বন্যহাতির আক্রমণে মারা যায় কৃষক সিদ্দিক আহমদ (৮৫)।  তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের বাসিন্দা বশরত আলীর পুত্র। -দৈনিক আজাদী

সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান এ্যানিং মারমা জানান, ধান খাওয়ার জন্য ভোররাতে ৪-৫টি বন্যহাতি নতুনপাড়া লোকালয়ে নেমে এসেছিল। ওই গ্রামে সাত বাঙালিসহ অন্তত ৩৫ পরিবারের বসবাস।

তারমধ্যে একটি হাতি ওই এলাকার বাসিন্দা সিদ্দিক আহমদের বসতবাড়িতে ধান খাওয়ার জন্য হানা দেয়। বন্যহাতির আক্রমণে পুরো ঘরটি ধ্বসে পড়লে ঘুমন্ত গৃহকর্তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার এবং নদগ অর্থ বিতরণ করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!