Home | দেশ-বিদেশের সংবাদ | শনিবার সারাদেশ ১৮ জনের অপমৃত্যু

শনিবার সারাদেশ ১৮ জনের অপমৃত্যু

নিউজ ডেক্স :  শনিবার (৪ সেপ্টেম্বর) সারাদেশে ১৮ জনের অপমৃত্যু হয়েছে।

নেত্রকোণা: নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সের অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের রামসিদ্ধ বাজারের পাশে জনৈক কামরুল মিয়ার পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে তোয়া নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার খাষপুকুরিয়ার ইউনিয়নের কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই এলাকার ছবুর সিকদারের মেয়ে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারীপুর: মাদারীপুরে ভাঙ্গাব্রিজ এলাকায় বাসচাপায় শুকুর গাজী (৩০) ও আমির বেপারী (৩৭) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রংপুর: রংপুরে চলন্ত রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন আরডিআরএস মোড়ে এ ঘটনা ঘটে। রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- একই গ্রামের মিঠু রহমানের ছেলে সিয়াম (১৫) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৩)। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একই জেলার বুড়িমারীর সড়কে পাথর বোঝাই একটি ট্রাক চাপায় মন্ডল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের কদমতলী-বান্দুরা রোডে বাসের চাপায় অজ্ঞাত (৩৫) এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ভোরে শাক্তা ইউনিয়নের সরকারি শাক্তা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

পটুয়াখালী: পটুয়াখালী মহাসড়কের দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে শাহিন মৃধা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুপুরে মহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্রের প্রবেশ পথে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পদ্মানদীতে মামার সঙ্গে পানিতে নেমে ইমন আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জের পদ্মানদীর চরপাঁকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়য়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুর আড়াইটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুই শিশু হল- মাদরাসা ছাত্র মো: নিরব মিয়া(১১)। সে স্থানীয় বাসিন্দা মো: মফিজ উদ্দিনের পুত্র। অপর শিশুর নাম- মো: বিল্লাল হোসেন(১০)। তাঁর পিতার নাম মো: হায়দার আলী। উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গফরগাঁওয়ে শিলা নদীতে ডুবে সিফাত (১০) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে শিলা নদীতে গোসলে নেমে তার মৃত্যু হয়। লংগাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা অবৈধ ইঞ্জিনচালিত আলমসাধু ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুপুরে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের খোয়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার তেতৈয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন।
বিকেলে ওই ইউনিয়নের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!