এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারংবা আজ ২৩ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে সড়ক দূর্ঘটনায় লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দু’যুবক ঘটনাস্থলে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার ছদাহা বিল্লিয়া পাড়ার মোঃ নুরুন্নবীর পুত্র মোঃ বেলাল (৩৫) ও লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া টেন্ডল পাড়ার মৃত ওবাইদুল হাকিমের পুত্র মোঃ শফি (২৬)। তারা আধ্যাত্মিক ব্যক্তিত্ব পীরে কামেল হাফেজ আবদুল হাই (রাহঃ)’র নামাজে জানাজা শেষে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পৌঁছলে কক্সবাজারমুখী একটি ধাবমান ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলে নিহত হয়।
মুহুর্তের মধ্যে দূর্ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নিহতদের স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।