ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা

পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা

62784_mongol

নিউজ ডেক্স : ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা।

শোভাযাত্রাটি শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়েছে। এটি হোটেলে ইন্টারকন্টিনেন্টাল (আগের রূপসী বাংলা), শাহবাগ ও টিএসসি মোড় ঘুরে ফের চারুকলার সামনে গিয়ে শেষ হবে।

এতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এস এম মাকসুদ কামাল ছাড়াও হাজারো মানুষ অংশ নিয়েছেন।

এবারের শোভাযাত্রার প্রথমে রয়েছে উজ্জীবিত সূর্য। এরপর বক, মাছ, শান্তির প্রতীক পায়রা, হাতি, সাইকেল, গরু এবং পুতুল।

এদিকে, শোভাযাত্রা ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা। পুলিশ, র‌্যাবের পাশাপাশি সোয়াত সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর ছিলেন। আকাশে হেলিকপ্টারে ছিল র‌্যাবের টহল।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

মঙ্গল শোভাযাত্রা বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!