লোহাগাড়া মা-মনি হাসপাতালে প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রোগী দেখবেন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ইএমএসবি, এফসিপিএস (ইএনটি), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ মোঃ মিনহাজুল হক।
লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, লোহাগাড়ার রোগীদের সুবিধার্থে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
![](https://i0.wp.com/lohagaranews24.com/wp-content/uploads/2020/08/biman-ad.png?fit=620%2C134)
সিরিয়ালের জন্য ০১৮৩৬-৮৩৪২৬২ ও ০১৭০১-৬৫৭০৩০ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে।