এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া মা-মনি হাসপাতালে প্রতি বৃহস্পতিবার ও শনিবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখবেন বিবিএস (স্বাস্থ্য), ডিজিও, এমসিপিএস (প্রসূতি ও স্ত্রী রোগ) ডাঃ বিলকিস ফাতেমা।
লোহাগাড়া মা-মনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, লোহাগাড়ার রোগীদের সুবিধার্থে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিরিয়ালের জন্য ০১৮৩৬-৮৩৪২৬২ ও ০১৭০১-৬৫৭০৩০ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে।