
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিনের কক্ষে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) তার কক্ষে চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছেন।
তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকার মো. আলতাফুর রহমানের পুত্র ও চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস।
হাফেজ মাওলানা কামাল উদ্দিন জানান, গত ২৪ জুলাই ব্যাংক থেকে ৫ মাসের বেতন বাবদ ১ লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করেন। তার মধ্যে ৫৫ হাজার টাকা পাওনাদারকে আদায় করেন। বাকী ১ লাখ ১০ হাজার টাকা মসজিদের ৩য় তলার তার কক্ষের স্টিলের আলমীরাতে রেখে বাসায় চলে যান। শনিবার এসে দেখতে পান তার কক্ষের পাশে জানালার গ্রীল কাটা ও কক্ষের ভিতর সব এলোমেলো দেখতে পেয়ে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চোরেরা মসজিদ ঘেষা মোস্তফিজুর রহমান মার্কেটের ছাদ দিয়ে জানালার গ্লাস ভেঙ্গে ও গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা আলমীরার ভেতর থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকাসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই অজয় দেব শীল জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner