এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন উপজেলার আওয়ামী লীগ সভাপতি জননেতা খোরশেদ আলম চৌধুরী। আজ ৬ ফেব্রুয়ারী বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং একইদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাছান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক দিল মোহাম্মদ।
উল্লেখ্য, তৃতীয় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের তফসিল হবে ১৬ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র দাখিল ২৬ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৫ মার্চ ও ভোটগ্রহণ ২৪ মার্চ।