ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদরাসায় বার্ষিক সভা অনুষ্ঠিত

লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদরাসায় বার্ষিক সভা অনুষ্ঠিত

লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী ইসলামিয়া ফাযিল মাদরাসার ৭৬ তম বার্ষিক সভা ও মাহফিলে নুযুলে কুরআন অনুষ্টিত হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মাদরাসা ময়দানে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

দঃ শুকছড়ি আবদুল খালেক শাহ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ও লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী। সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ কাশেম, প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ইলিয়াছ ও মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হক ওসমানী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেল ভিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রুমেল। বেশ ক’টি পর্বে বিভক্ত মাহফিলে ওয়ায়েজীন হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা আলী হোছাইন, নিউ চাঁন্দগাও শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, ওমর গণি এমইএস কলেজের অধ্যাপক প্রফেসরড. আ ফ ম খালিদ হোছাইন, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আবু বকর, উপাধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম, উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিম উল্লাহ, আরবী প্রভাষক মাওলানা এনামুল করি মআনছারী, প্রভাষক মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন জিহাদী।এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা আহমদ ছফা ফারুকী, মাদরাসার মুহাওয়াল্লি হাবিবুর রহমান সওদাগর, আলহাজ্ব আবুল মনছুর, রোকেয়া বেগম ইসলামিয়া হিফজখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আহমদ সাঈদ।

এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হারুনর রশীদ ও আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা মুহাম্মদ খালেদ জামিল।পরিশেষে কৃতি ছাত্র–ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান এবং দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!