Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়ায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের ২টি মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়।

সোমবার (২০ জুন) দুপুরে উপজেলার চুনতি ও বড়হাতিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সুফিনগর এলাকায় রাতারছড়া ও বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাটের পশ্চিম পাশে থমথমিয়া খাল থেকে অবৈধভাবে উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ এবং বালু উত্তোলনের মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়েছে।

অভিযান উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!