এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ হত্যাসহ ৭ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পার্বত্য লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মোঃ আবদুল হালিম।
গ্রেফতার জামাল প্রকাশ গেছু জামাল (৩৪) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার মৃত আবদুল কুদ্দুসের পুত্র।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ বেলালের নেতৃত্বে একদল ফোর্স চাম্বি মফিজ বাজারে গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জামাল ৩টি হত্যাসহ ৭ মামলার পরোয়ানাভূক্ত আসামী।
সোমবার (১৬ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ডিউটি অফিসার জানিয়েছেন।