এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন (সেডফ) সংস্থার তালিকাভূক্ত শতাধিক সদস্যবৃন্দের মাঝে ১৯ জুন দুপুরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, তৈল, ছোলা, ঘি, পিয়াজ।
সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক আক্কাছ আহমদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ ও সাংবাদিক এম. এম. আহমদ মনির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার কর্মকর্তা ইয়াছমিন আক্তার, জিয়াবুল হোসেন জিয়া, পারভিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথি অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করে বলেন, সংস্থার সদস্যবৃন্দদেরকে বাল্য বিবাহ ও জঙ্গীবাদ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, নিরক্ষরতা দূরীকরণ, সামাজিক বনায়ন, সুস্বাস্থ্য সংরক্ষণ প্রভৃতি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সদস্যবৃন্দের মাঝে উল্লেখিত ইফতার সামগ্রী বিতরণ করেন।