ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সরকারি নির্দেশ অমান্য করায় ৫ জনকে জরিমানা

লোহাগাড়ায় সরকারি নির্দেশ অমান্য করায় ৫ জনকে জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সরকারি নির্দেশ অমান্য করায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশন ও চরম্বা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বটতলী মোটর ষ্টেশনে অযথা ঘুরাঘুরি করায় মো. হাসানকে ৫শ টাকা, সালাহ উদ্দিনকে ১ হাজার টাকা, আবদুস সামাদকে ৩শ টাকা, চরম্বা কালোয়ার পাড়ায় মো. ইরফানকে ১ হাজার টাকা ও জনসমাগম করে নির্মাণ কাজ করায় বাড়ির মালিক সরওয়ার কামালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় সরকারি আদেশ অমান্য করায় ১৮৬০ সনের ২৬৯ ধারায় ৫ জনকে ৫ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান। এছাড়া অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!