এলনিউজ২৪ডটকম : ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখা। গত ১০ ডিসেম্বর সকালে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে মানবাধিকার সম্মাননায় ভূষিত হলেন ৩ জন।
তাঁরা হলেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে আধুনগর রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস. এম. ইউনুছ ও সমাজসেবায় কলাউজানের আলহাজ্ব মোঃ নুরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান ‘মানবাধিকার স্বর্ণপদক’ ভূষিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শিবু রঞ্জন পাল ও সদস্য সচিব সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। মানবাধিকার নেতা প্রফেসর মমতাজ উদ্দিন মুহসিনের স্বাগত বক্তব্যের পর সংবর্ধিত অতিথি উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক আজাদ ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী প্রমুখ।