এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় মাদক সেবন ও পরিবহণ করার অপরাধে ২ জনকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

দন্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার মো. বাইট্যা মিয়ার পুত্র মো. কাইছার (২৫) ও মৃত বাদশা মিয়ার পুত্র আব্দুর রহিম (৪৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, দন্ডপ্রাপ্তরা নেশাগ্রস্ত অবস্থায় বাজারের ব্যাগে মদের বোতল বহন করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। মাদকসেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় ও ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাদেরকে বিনাশ্রম কারাদন্ডসহ ২শ করে অর্থদন্ড প্রদান করা হয়। আসামীর সাজা কার্যকরে জেলহাজতে প্রেরণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, এসআই মামুনুর রশীদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।##