এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের খুইন্যা পুকুর পাড় এলাকায় আজ ২০ আগষ্ট বেলা ১২টায় ব্যাটারীচালিত রিক্সা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর মা নুরুজাহান আহত হয়েছে বলে জানা গেছে। নিহত শিশু আদিত (৬ মাস) উপজেলার পদুয়া ইউনিয়নের মল্লিক ছোবহান বেপারী পাড়ার মোঃ শাহজাহানের পুত্র।
জানা যায়, শাহজাহান পেশায় একজন পদুয়া বাজারের ব্যবসায়ী। তিনি লোহাগাড়া সদরের বটতলী মোটর ষ্টেশনে ভাড়া বাসায় থাকেন। ঘটনারদিন ঈদুল আযহা উপলক্ষে ভাড়া বাসা মা নুরুজাহান দু’সন্তানকে নিয়ে থেকে ব্যাটারীচালিত রিক্সাযোগে পদুয়ায় নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ব্যাটারীচালিত রিক্সার চাকার সাথে বোরকা আটকিয়ে যায়। ফলে রিক্সা থেকে মা ও শিশুপুত্র রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কেরানিহাট এলাকায় পৌঁছলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
