এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়ায় গত ৬ আগষ্ট রাত সাড়ে ১১টায় কন্যার বিয়ের রাতে সড়ক দূর্ঘটনায় এক পিতার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহত আবুল হোসেন মিকার (৫০) উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ার মোঃ ঠান্ডা মিয়ার পুত্র ও ২ পুত্র, ৩ কন্যা সন্তানের জনক এবং পদুয়া বাজারের ব্যবসায়ী। এ দূর্ঘটনায় নিহতের ভাই আমির হোসেনসহ ২ জন গুরতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয় টিভি লোহাগাড়া-সাতকানিয়া প্রতিনিধি জাহেদুল ইসলাম।
আজ ৭ আগষ্ট বাদ আছর পদুয়া আলী সিকদার পাড়া জামে মসজিদ মাঠে মরহুম নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আবুল হোসেন মিকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ৬ আগষ্ট আলী সিকদার পাড়ার আবুল হোসেন মিকারের কন্যা জন্নাতুল ফেরদৌস ওরফে আইরীন (১৬) এর সাথে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মোঃ ইউসুফের বিদেশ ফেরত পুত্র আবদুর রহিম (৩২) এর বিয়ের দিন ধার্য্য ছিল। এ খবর গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জানতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে কমিউনিটি সেন্টারে হানা দিয়ে বিয়ে বন্ধের কার্যক্রম গ্রহণ করেন। কনের পিতা কনের বয়স ১৮ বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গিকারনামা প্রদান করেছেন। বিষয়টি বর পক্ষের সাথে মিটমাট করে বাড়িতে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়া পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার পর ঘাতক পিকআপ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে ঘাতক গাড়ি ও ড্রাইভারকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।