এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। আজ ১৫ জুলাই সোমবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোঃ ইকবাল (৪০) ওই এলাকার মৃত মোঃ ইছহাক সওদাগরের পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আইপিএস মেরামত করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ প্রতীক সেন বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।