Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বসত ও গোয়াল ঘরে অগ্নিকান্ড

লোহাগাড়ায় বসত ও গোয়াল ঘরে অগ্নিকান্ড

453

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া দূল্লর্ভের পাড়ায় বসতঘর ও গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত বসতঘর ও খামার ঘরের মালিক ওই এলাকার মৃত আবদুল মজিদের পুত্র কৃষক আবদুল কুদ্দুস (৬২)।

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মাটির দেয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘর এবং বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত গোয়ালঘর আগুনে পুড়ে যায়। শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই সময় গোয়ালঘরে কোন গরু-ছাগল ছিলনা।

452

খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!