এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের চুনতি রেঞ্জাধীন সাতগড় বিটের হিমছড়ি জনবসতি এলাকায় দেড় মাসের একটি দলছুট বন্যা হাতির বাচ্চা চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বিকেলে হাতির বাচ্চাটি বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে হস্তান্তর করা হয়।

বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের পদুয়ার সহকারী বন সংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত।
তিনি জানান, চুনতি সাতগড় বিটের হিমছড়ি জনবসতি এলাকায় ঘুরাফেরা করছিল দলছুট বন্যহাতির বাচ্চাটা। হাতির বাচ্চাটি দেখতে পেয়ে স্থানীয়রা সাতগড় বিট কর্মকর্তাকে অবহিত করেন। পরে বাচ্চাটি স্থানীয়দের সহায়তায় গভীর জঙ্গলে রেখে আসলে পুণরায় লোকালয়ে চলে আসে। পরে বন কর্মকর্তারা হাতির বাচ্চাটি উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
বর্তমানে বন্যহাতির বাচ্চাটি বঙ্গবন্ধু সাফারি পার্কে ভেটেরিনারি সার্জন ডাঃ মোস্তফিজুর রহমানের তত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।