Home | দেশ-বিদেশের সংবাদ | আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকব : সোহেল তাজ

আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকব : সোহেল তাজ

sohel-taj-20190718134651

নিউজ ডেক্স : ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও দেশের দুঃসময়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীতে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘হটলাইন কমান্ডো’ নামে সচেতনতামূলক টিভি রিয়েলিটি শো সম্পর্কে জানান দিতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এর আগে আওয়ামী লীগ সরকার আপনাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল। আপনি অনেক দিন থেকে রাজনীতির বাইরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগামীতে আপনাকে আরও কোনো রাজনৈতিক দায়িত্ব দেন, সেটা আপনি গ্রহণ করবেন কি না?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোসেল তাজ বলেন, ‘আমি শুধু এতটুকুই বলব, আমাদের পরিবার সবসময় আওয়ামী লীগের ও দেশের দুঃসময়ে দলের সঙ্গে ছিল এবং থাকবে। দেশের ও দলের দুঃসময়ে আমিও থাকব।’

দলের সুদিনের ব্যাপারে তিনি বলেন, ‘সুদিনে আমি দলকে অন্যভাবে সাহায্য করছি। আমার এই মুভমেন্টে সবাইকে নিয়েই সোনার বাংলা গড়ার। এটা আমাদের দেশ, সবার দেশ।’

এ সমাজ রাজনীতির জন্য প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন সোহেল তাজ।

তিনি বলেন, ‘একটা সমাজ যদি প্রস্তুত না থাকে, আপনি কী রাজনীতি করবেন? রাজনীতি কাকে নিয়ে করবেন? সমাজকে গড়তে পারলে, মানুষকে তৈরি করতে পারলে – অটোমেটিক সবকিছুরই সমাধান চলে আসবে।’

তার রিয়েলিটি শো সম্পর্কে তিনি বলেন,‘ সমাজকে গড়া, এটাও তো রাজনীতির একটা অংশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে এটাও একটা অবদান। রাজনীতি কী সাইনবোর্ড নিয়ে করতে হবে নাকি?’

আপনি যে রিয়েলিটি শো করছেন, কিছু দিন চলার পর তা শেষ হয়ে যাবে। মানুষ তা ভুলে যাবে। পাড়া-মহল্লায় যুবকদের তৈরি করার জন্য এবং চর্চা করার জন্য কোনো সাংগঠনিক ভিত্তি তৈরি করবেন কি না?

এ প্রশ্নের জবাবে হোসেল তাজ বলেন, ‘শো-এর পাশাপাশি আমরা কিছু কার্যক্রমও পরিচালনা করব। এর অংশ হিসেবে সচেতনামূলক কিছু কাজও করব। অনেক ধরনের কার্যক্রম থাকবে। স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাব। এটা শুধু টিভি প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না।’ সাংগঠনিক ভিত্তি থাকবে কি না, তা পরিষ্কার করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!