এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রেমিকের লাথিতে এক অন্তঃসত্তা প্রেমিকার গর্ভপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের সাতগড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার (৫ ফেব্রুয়ারী) প্রেমিকা (ভিকটিম) বাদী হয়ে লোহাগাড়ায় থানায় মামলা রুজু করেছেন।
অভিযুক্ত প্রেমিক মিজানুর রহমান (২৬) লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়ার আবুল হোছেনের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ মাস পূর্বে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে প্রেমিকাকে বিয়ে প্রলোভন দিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে প্রেমিকা অন্তঃসত্তা হয়ে পড়ে। প্রেমিককে বিষয়টি জানালে ঔষধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলতে বলে। অভিযুক্ত প্রেমিক ঘটনার রাতে প্রেমিকার বাড়িতে দেখা করতে আসেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিকার পেটে লাথি মারলে মৃত বাচ্চা প্রসব হয়। অভিযুক্ত প্রেমিক বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে ও মৃত বাচ্চাটি গোপনে দাফন করে ফেলে।
মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার তৎপরতা চলছে।