Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন উপজেলার আমিরাবাদ হাছির পাড়ার আশরাফ আলীর পুত্র শাহ আলম (২৮) ও বান্দরবানের লামা পৌরসভার মেরাখোলা এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৫শ পিস ইয়াবাসহ রাশেদা বেগমকে আটক করা হয়। এছাড়া উপজেলার আমিরাবাদ হাছির পাড়ায় অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ শাহ আলমকে আটক করে পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!