এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৪ মে শনিবার বিকেল ৫টায় উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর চাচা মাওলানা জসিম উদ্দিন। নিহত শিশু জান্নাতুল ফেরদাউস তাহিয়াদ (৫) ওই এলাকার কৃষক ফরিদুল আলমের ২য় কন্যা।
জানা যায়, খেলাচ্ছলে বাড়ি সংলগ্ন একটি পুকুরে অসাবধান বশতঃ শিশুটি পড়ে যায়। তাকে খোঁজাখোজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
