এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি মিরিখিল এলাকায় অভিযান চালিয়ে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। আজ ৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত এস্কেভেটর স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবরের জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। পাহাড় কাটার সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে পাহাড় কাটায় জড়িতদের চিহ্নিত পূর্বক আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, লোহাগাড়ায় পরিবেশ ধ্বংসকারী কাউকে ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।