এলনিউজ২৪ডটকম : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় লোহাগাড়া পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আজ ৮ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ হেছামুল হক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।
সংবর্ধিত জয়িতারা হলেন নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রতœা চক্রবর্তী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় রীনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় চন্দনা মজুমদার, সফল জননী হাজেরা বেগম ও সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় দুলালী কর্মকার।
নির্বাচিত পাঁচ জয়িতাকে সম্মননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এর মধ্যে রতœা চক্রবর্তী জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হন।