এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় নেশাগ্রস্ত দুই চালককে দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) রাত ৮টার দিকে ইউনিয়নের এম.চর হাট বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন, চুনতি ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ওমর ফারুক (৩০) ও পুটিবিলা ইউনিয়নের রফিক আহমদের পুত্র দেলোয়ার (২২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ও জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ২শ টাকা অর্থদন্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত নেশাগ্রস্ত দুই চালককে থানায় সোপর্দ করে। তাদেরকে বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।