এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়া আইয়ুব সিকদার পাড়া হতে নারীসহ ২ মাদক বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ ২৭ এপ্রিল শনিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল লোহাগাড়ার বড়হাতিয়া আইয়ুব সিকদার পাড়ার মৃত ওবাইদুল হাকিমের পুত্র আমির হোসেন (৪৫) ও কুমিল্লার তিতাস থানার বড় গাজিপুর মাফিয়া মেম্বার বাড়ির সেলিম ড্রাইভারের কন্যা লাকি আক্তার (১৯)।
লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ, গত ৪ মাস পূর্বে আমির হোসেনের সাথে লাকি আক্তারের বাবা-মেয়ের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায় লাকি আক্তার প্রায় সময় আমির হোসেনের বাড়িতে আসা-যাওয়া করত এবং তাকে দিয়ে ইয়াবা পাচার করত।
আটক লাকি আক্তার জানান, সে প্রতি পিচ ইয়াবা ট্যাবলেটের জন্য ৩০ টাকা করে পেত। আমির হোসেনের কাছ থেকে অনেকবার ইয়াবা ট্যাবলেট কিনে বিভিন্ন স্থানে পাচার করেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।