Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নকল পণ্যসামগ্রী তৈরির কারখানার সন্ধান, মালিক আটক

লোহাগাড়ায় নকল পণ্যসামগ্রী তৈরির কারখানার সন্ধান, মালিক আটক

71104392_171191977389372_4352004461690880000_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নুরুল কবির কলোনিতে নকল পণ্যসামগ্রী তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। এ সময় কারখানার মালিককে আটক করে ৮ মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক কারখানার মালিক মোঃ ইকবাল উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পা ড়ার মৃত আবদুল মালেকের পুত্র।

জানা যায়, সে দীর্ঘদিন ধরে পদুয়ার নুরুল কবির কলোনীতে একটি রুম ভাড়া নিয়ে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দেশের নামী দামী কোম্পানির লেভেল ও সিল ব্যবহার করে ভেজাল পণ্য তৈরির কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তৈরিকৃত ভেজাল পণ্যের মধ্যে রয়েছে রাধুরী সরিষার তৈল, আচার, চানাচুর ও শিশুদের জন্য ছোট ছোট প্যাকেটে রাখা পাইপ জুস। অভিযানে উৎপাদনের জন্য রাখা কেমিক্যাল জব্দ করা হয় এবং জব্দকৃত নকল পণ্য সামগ্রী আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

70658241_171192224056014_6695229912766218240_n

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) পদ্মসন সিংহ বলেন, সে দীর্ঘদিন ধরে এই নকল ও ভেজাল জুস তৈরি করে নামীদামি কোম্পানির লেভেল সাঁটিয়ে বাজারের বিভিন্ন কনফেকশনারি, মনিহারি ও মুদি দোকানে তা বিক্রি করে আসছিল। এসব উৎপাদিত জুসে কোনও খাদ্য উপাদান ব্যবহার করা হচ্ছে না। মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহার করা রং দিয়ে এসব জুস বানিয়ে তা বোতলজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করি এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।

71499951_171271727381397_272781322953424896_n

এছাড়াও একইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লোহাগাড়া দরবেশহাট রোডস্থ ফোরকান টাওয়ারের নিচে আল মারওয়া ষ্টোরকে ১০ হাজার ও মক্কার টাওয়ারের নিচে শাহপীর ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!