Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় দু’বাসের সংঘর্ষে ১৪ যাত্রী আহত

লোহাগাড়ায় দু’বাসের সংঘর্ষে ১৪ যাত্রী আহত

72

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর ষ্টেশনে দু’বাসের সংঘর্ষে ১৪ যাত্রী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ১১ জুলাই বুধবার বেলা আড়াইটায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম শহরমুখী মারশা পরিবহণের যাত্রীবাহী বাসকে (চট্টমেট্রো-ব-১১-১১৪৩) একইমুখী হানিফ পরিবহণের যাত্রবাহী অপর একটি বাস (চট্টমেট্রো-জ-০৫-০০৫৮) পেছনে ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহণের বাসের সম্মুখভাগ ধুমড়ে-মুচড়ে যায়। ফলে ওই বাসের ১৪ যাত্রী আহত হয়েছে।

আহতরা হলেন বাঁশখালীর মোঃ শহিদুল ইসলাম (৩৫), পেকুয়ার নূর মোহাম্মদ (৪০), মোঃ আজম (২৫), চকরিয়ার মোঃ শাহাব উদ্দিন (৪০), নুরুল কবির (৬০), আবু তাহের (৪৫), মোঃ টিপু (২১), লামার ফেরদৌস বেগম (৪২), আরমিন আক্তার (৮), পারভিন আক্তার (১৪), মোঃ ইব্রিাহিম (২৫), নোয়াখালীর মোঃ মিল্লাত (২৩), পটিয়ার অশিব বরণ দে (৫৮) ও দোহাজারীর আবদুর রহিম (৪০)।

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে কেউ আশংকাজনক নয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মারশা পরিবহণের যাত্রীবাহী বাসকে একইমুখী যাত্রীবাহী হানিফ পরিবহণের বাস পেছনে ধাক্কা দেয়। এতে কেউ গুরতর আহত হয়নি। দূর্ঘটনা কবলিত বাস দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!