এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় চোলাইমদসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ (রবিবার) রাত ৭টায় উপজেলার চুনতি নলবনিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর।
গ্রেফতার মোহাম্মদ মনসুর (৩০) উপজেলার চুনতি বনপুকুর এলাকার মৃত আবুল হাসেমের পুত্র।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় চোলাইমদ পাচারে ব্যবহৃত একটি ম্যাজিক গাড়িও (চট্টমেট্রো-ন-১১-০৬১২) জব্দ করা হয়।
চোলাইমদগুলো বিক্রির উদ্দেশ্যে বড়হাতিয়া ইউনিয়নের দিকে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।