এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কৃষিজমির টপসয়েল কাটায় ৩টি এস্কেভেটর জব্দ করেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পশ্চিম কলাউজান ফতেহ আলী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

জানা যায়, ইটভাটার কাঁচামাল হিসেবে কৃষিজমির টপসয়েল কেটে নেয়ার সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর ফেলে পালিয়ে যায় শ্রমিকরা। জব্দকৃত এস্কেভেটর ৩টি স্থানীয় ইউপি সদস্য আবদুল জব্বারের জিম্মায় দেয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি এস্কেভেটর জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।