এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার পরিদর্শন করেছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল এবং ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী।
আজ রবিবার (৭ মে) সকালে তিনি কমিউনিটি ভিশন সেন্টার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমানসহ ভিশন সেন্টারের কর্মরত-কর্মচারীরা।
অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছলে তাঁকে হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।