এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মদ পান করে মাতলামী করার অপরাধে আজ ৪ মার্চ রবিবার ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।
মাতাল মোঃ মুছা (৫০) উপজেলার পূর্ব কলাউজানের মৃত মোঃ সোলাইমানের পুত্র।

জানা যায়, ৩ মার্চ রাতে মদপান করে এলাকায় মাতলামী করাবস্থায় লোহাগাড়া থানার এএসআই মশিউর রহমান তাকে আটক। আজ সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ৩ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার মোঃ ওয়াসিম মিয়া জানান, অর্থদন্ড প্রদান করলে তাকে ছেড়ে দেয়া হবে।