ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ার কুতুপালং রাস্তায় সৌর বাতি

উখিয়ার কুতুপালং রাস্তায় সৌর বাতি

K H Manik Ukhiya Pic 04-03-2018 (1)

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের কাছে বসবাসরত বাংলাদেশীদের সুবিধার্থে রাস্তায় সৌর বিদ্যুতের বাতি স্থাপনের কাজ শুরু করেছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। কুতুপালং শরণার্থী ক্যাম্পের সীমানায় অবস্থিত ফলিয়াপাড়া গ্রামের রাস্তায় ২০টি সৌর বিদ্যুতের বাতি স্থাপনের কাজ শুরু করেছে সংস্থাটি। বাতিগুলো গ্রামের বিদ্যালয় ও মসজিদ সংলগ্ন এলাকাসহ জনসমাগমস্থলে প্রতিস্থাপন করা হচ্ছে। যেখানে সাড়ে ১০ হাজারের বেশি জনসংখ্যা। এই এলাকায় মোট ২৭০টি বাতি স্থাপন করা হবে। ইউএনএইচসিআরের দেয়া এই ২৭০টি বাতি কুতুপালং ক্যাম্প, ট্রানসিট সেন্টার এবং স্থানীয় জনগণ অধ্যুষিত নয়াপাড়া ক্যাম্পের আশেপাশের এলাকায় স্থাপন করা হবে। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় লোকজন, বিশেষ করে নারীরা রাতে চলাফেরার জন্য অধিকতর নিরাপদ ও সাচ্ছন্দ্য বোধ করবে। তিনি আরও বলেন, সত্যি কথা বলতে রোহিঙ্গাদের আগমনের পর থেকে স্থানীয় লোকজন ব্যাপকভাবে আর্থিক এবং সামাজিকভাবে প্রভাবিত হচ্ছে; কিন্তু জনগণ তারপরও মানবতার খাতিরে তাদেরকে স্বাগত জানিয়েছে। ইউএনএইচসিআর এর এই সহযোগিতার জন্য আমরা খুশি এবং কৃতজ্ঞ। আমরা আশা করি আরও অনেক সংস্থা এধরণের সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!