Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় এক দোকানিকে লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় এক দোকানিকে লাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় এক দোকানিকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) ইউনিয়নের সেনেরহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, লাইসেন্সবিহীন দোকান পরিচালনা, অনুমোদনহীন সিলিন্ডার ও চাউল বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে নুরুল কবির স্টোরের মালিক মো. নুরুল কবিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দোকানিকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার নির্দেশনা প্রদান ও অনুমোদনহীন পণ্য নিষ্পত্তি করতে বলা হয়।

এছাড়া সেনেরহাট বাজারের সকল ব্যবসায়ীকে দ্রুত ডিলিং লাইসেন্স করে প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথ প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে লোহাগাড়া থানার এসআই শিপক, স্থানীয় ইউপি সদস্যসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!