এলনিউজ২৪ডটকম : সারাদেশের ন্যায় লোহাগাড়ায়ও ইয়াবা গডফাদারদের হন্য হয়ে খুঁজছে পুলিশ। গত দু’দিন ধরে এ অভিযান চলছে। তবে কিছু ছোট ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করলেও রাগব বোয়ালদের কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। ধরপাকড়া শুরু হওয়ায় মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। ২৪ মে বৃহস্পতিবার দিনব্যাপী লোহাগাড়ার মাদকের গডফাদার বাইট্টা কাসেম ও ডাইল ফোরকানকে ধরতে সদর ইউনিয়নের জোনাবির পাড়ায় দফায় দফায় অভিযান চালিয়েছে পুলিশ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লার নেতৃত্বে একটি পুলিশি টিম এই অভিযান চালায়। তবে তাদের কাউকে আটক করতে সক্ষম হয়নি। একই দিন দর্জিপাড়ার দিদার, বাবলু, নূরুল কবির, লোহারদিঘী পাড়ের শাহাবুদ্দিনকে আটক করতে অভিযান চালিয়েছে বলে জানান।
হাসানুজ্জামান মোল্লা সাংবাদিকদের বলেন, অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে, তাদের আটক করতে পুলিশ সর্বদা সচেষ্ট।
উল্লেখ্য, সারাদেশে গত পাঁচ দিনে ৩০ জনের বেশি মাদককারবারী পুলিশ ও র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক।