এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি খানদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩ ফেব্র“য়ারী সকালে ইয়াবাসহ ৩ পাচারকারী ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হল কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইকং কুতুবদিয়া পাড়ার মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র মোঃ ফারুক, মোঃ আব্দুস শুক্কুরের পুত্র আব্দুল খালেক ও টেকনাফ সদর পশ্চিম গোদার বিল এলাকার সৈয়দ আহমদেও পুত্র মোঃ হামিদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী সুপারী ভর্তি একটি মিনিট্রাকে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল ও এসআই আতিকুর রহমান খান।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।