এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মহিলা মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান থানার ডিউটি অফিসার এএসআই মুজিবুর রহমান।
গ্রেফতারকৃত জমিলা বেগম (৩২) কক্সবাজারের চৌফলদন্দি ডেইল পাড়ার আমিন উল্লাহর স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।