Home | দেশ-বিদেশের সংবাদ | ঢাকার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৯

ঢাকার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৯

নিউজ ডেক্স : রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্যাফে কুইন ভবনে আরও দুইজনের মরদেহ পেয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১৭ জনের মরদেহ পরিবারের সদস্যরা বুঝে পেয়েছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আখতারুজ্জামান আজ বুধবার (৮ মার্চ) বিকালে বলেন, “ভবনের বেজমেন্টে দু’জন পুরুষের মরদেহ পেয়েছেন আমাদের উদ্ধারকর্মীরা। দুটোই উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

মঙ্গলবার ওই বিস্ফোরণের পর রাতে মোট ১৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। স্বজনরা মোট তিনজনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন জেলা প্রশাসনকে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, “ভেতরে আর কারও মরদেহ আছে কি না, তা আমরা জানার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকালে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিকট বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

বিস্ফোরণের ঘটনায় আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১০ জন ভর্তি রয়েছেন। যারা দগ্ধ হয়েছেন, তাদের অবস্থাও ভালো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!