এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক ইভটিজারকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড দেয়া হয়েছে। ২৬ মে বিকেলে থাকে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি। দন্ডপ্রাপ্ত নুরুল আবছার (৩২) উপজেলার আমিরাবাদ সুখছড়ি পন্ডিত পাড়ার ফরিদ আহমদের পুত্র। তিনি পেশায় একজন ম্যাজিক গাড়ি চালক। ২৭ মে সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
জানা যায়, উপজেলা ডিজিটাল সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আসার পথে কিছুদিন যাবত ইভটিজার ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। ছাত্রী বিষয়টি তার অভিভাবককে অবহিত করেন। ঘটনারদিন (শনিবার) পুলিশকে খবর দিলে দুপুরে ওই ইভটিজারকে মধু ফকির বাজার সংলগ্ন এলাকা হতে আটক করে থানায় নিয়ে আসে। একইদিন বিকেলে ইভটিজারকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ইভটিজারকে সাতদিনের কারাদন্ড প্রদান করেন।