এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের বিল্লিয়া পাড়ায় আজ ২৭ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৭টায় সাইফুল ইসলামের ৪ ভাড়া বাসা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর মাহবুবুর রহমান। তিনি জানান অগ্নিকান্ডে ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, সাইফুল ইসলামের মালিকানাধীন চার ভাড়া বাসায় ভাঙ্গারী ব্যবসায়ীরা বসবাস করতেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছেন। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখার চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।